স্বপ্ন….
-আশরাফুল হাসান ক্বাদেরী
_________________________
আর কত দূরে যাবে স্বপ্ন তুমি?
আমার মনের কল্পিত সব্যসাচী মানসী।
সোনালী উপমাসুত্রে কতকালে বুনিছে বসন
স্বপ্ন তুমি, কেন পালাতে চাও বল দেখি?
আর কত দূরে যাবে স্বপ্ন তুমি?
স্বপ্ন তুমি সুখে ভাসবে বলে এনেছি তরী।
ফিরবে তখন, যখন পশ্চিমে ডুবিবে তপন
স্বপ্ন তোমায় নিয়ে কত ছবি আমি আঁকি।
আর কত দূরে যাবে স্বপ্ন তুমি?
তুমি বিহনে, শূন্য মনন জ্বলে পুড়ে মরি।
প্রেম দিয়ে, সোহাগে করি তোমার আবরণ
স্বপ্ন তোমায় আমার নয়নে সুরমা বেশে রাখি।
আর কত দূরে যাবে স্বপ্ন তুমি?
তুমি আর কেহ নয়, আমার দিলের রানী।
করতে দুর্লভ; তোমারি রূপ সজ্জা গোপন
স্বপ্ন তোমায় ছাড়া তবে জীবনে দুর্দশা ডাকি।

Add to favorites
1,364 views