স্বরবৃত্ত যাতনা -
আসাদুজ্জামান শাওন
Published on: অক্টোবর 20, 2015
স্বরবৃত্ত যাতনা
আসাদুজ্জামান শাওন
——————————
একবার যদি বলতে তুমি চুপিসারে কানে
কাছে থাকবে সারা জীবন আমার পাশে বসে।
হাঁটবো দু’জন নদী পাড়ে তুমি-আমি মিলে
চোখে-চোখে কথা হবে গো হাতে-হাত রেখে।
হয়ত তুমি আনমনে গো বুকে মাথা রেখে
স্বপ্ন দেখো মাথা রেখে চুপটি করে বুকে।
কাছে আসো প্রিয় তুমি মাথা রেখো বুকে
স্বপ্ন দেখবো না হয় গো আজ ভালোবাসা ফ্রেমে।
তেপান্তরে ছুটে যাবো দেখবো অবাক চোখে
রোদ-ছায়ার গো ভালোবাসা বন্দী করবো চোখে।
কেমন করে হারালে গো তুমি চুপটি করে
ব্যথা আমার সহে না গো অশ্রু জমে চোখে।
ফিরে আসো একবার তুমি আমার নদীর তীরে
স্কেচ্ আঁকবো তুমি-আমি রং-তুলি গো দিয়ে।
ছন্দঃ-স্বরবৃত্ত

Add to favorites
1,597 views