স্বাধীনতা
অামি তোমার অাগমনের গল্প শুনেছি,
তুমি এসেছ এই বাংলায়
সাঁতার কেটে রক্ত গঙ্গায়!
অামি তোমাকে অর্জনের ইতিহাস জেনেছি,
তুমি ত্রিশ লক্ষ প্রান,
ত্রিশ সহস্র মা বোনের ইজ্জতের দান।
অামি তোমার অাসার কবিতা পরেছি,
তুমি সর্বকালের সর্বশ্রেষ্ট বাংগালীর কবিতা
তুমি ৭ মার্চের বজ্রকন্ঠের ঘোষনা।
অামি তোমার জন্য অাঁকা,
রক্তাক্ত নয় মাসের চিত্র দেখেছি,
তুমি ২৫ মার্চের কালো রাতে
অজস্র বুলেটের অাঘাতে
সদ্য জন্ম নেওয়া শিশুর মৃত্যু যন্ত্রনা।
তুমি একদল যুবকের
প্রতিবাদী রক্তের উত্তাল ঢেউ।
তুমি গলিত লাশের উপর দাঁড়িয়ে
মাংশাশি শুকুনের নিরব অার্তনাদ।
তুমি রাজপথে ধর্ষিত মায়ের লাশের উপর
অবুঝ শিশুর দুগ্ধ পানের ব্যর্থ চেষ্টা।
তুমি স্বামীকে ফিরে পাবার অাসায়,
তেপান্তরে দাঁড়িয়ে এক নারীর প্রহর গুনা।
তবে স্বাধীনতা
অামি তোমাকে অাজও খুঁজছি
অাজও তোমার মানে বুঝার চেষ্টা করছি।
স্বাধীনতা তুমি মানে কি,
দিবসে দিবসে শুধুই লাল সবুজের পতাকা উত্তোলন?
স্বাধীনতা তুমি মানে কি,
রাজনীতির মঞ্চে ক্ষমতার দন্দ্বে ঝর তোলা দোষকীর্তন?
স্বাধীনতা তুমি মানে কি,
কোন প্রতিবাদী কন্ঠস্বরের বাকশক্তি হরণ?
স্বাধীনতা তুমি মানে কি,
উন্মত্ত জনসমুদ্রে অাজও নারীর বস্ত্রহরণ?
স্বাধীনতা তুমি মানে কি,
অনাহারীর সামনে,
বিত্তশালীর উচ্ছিষ্টান্নতে পালিত কুকুরের ভোজন?
স্বাধীনতা তুমি মানে কি,
বস্তি উচ্ছেদ করে
বাস্তু হারার বুকে বহুতল ভবন?
স্বাধীনতা তুমি মানে কি,
কুয়াশায় ঢাকা কনকনে শীতে
বিবস্ত্র অনাথ শিশুর হাড় কাঁপা কাঁপন?
স্বাধীনতা তুমি মানে কি,
তোমার বুকে
ঘোষ দুর্নীতির শীর্ষে অাসন?
স্বাধীনতা তুমি অাজ কেনো বাকরুদ্ধ?
তবে কি কোন খাঁচায় তুমি অাবদ্ধ!
স্বাধীনতা,
তুমি ফিরে এসো,
সকল অপশাসন ধংস্ব করে,
ফিরে এসো এই সোনার বাংলার তরে।
মিনতি তোমায়,
জোর মিনতি তোমায়,
তোমার জন্যে ৭১ এ দিয়েছিল যত প্রাণ,
অামরা তাঁদের সন্তান।

Add to favorites
918 views