স্বাধীনতা -
Mithila
Published on: মে 21, 2019
আমি বন্দী হতে চাইনা, সব সময় স্বাধীনতা চাই, আমি
ক্ষণিকের ভাবনাতে থমকে গেলেও থেমে
যেতে চাইনা। আমি শুধু স্বপ্ন
দেখতে চাই।
.
কোন গাছের কচি সবুজ পাতার মত প্রাণবন্ত স্বপ্ন।
আমি চোখ খুললেই চেনা মুখগুলোর হাসি
দেখতে চাই। দুঃস্বপ্নের মত করে সব
কষ্টগুলো ভুলে যেতে চাই। আমি চাই… আমি শুধুই
স্বপ্ন দেখতে চাই। চাই স্বপ্ন দেখার
স্বাধীনতা…..
১৩-০৭-২০১৬

Add to favorites
693 views