স্বাধ -
এইচ বি রিতা
Published on: জুন 18, 2013
আরেকটি বার স্বাধ জাগে মনে
মরিবার তরে..
যদি ফিরিয়া যাইতাম ছোট্ট সেই গ্রামের
দু-চালা টিনের ঘরে।
মেঠো পথের ধারে সাঁরি সাঁরি
পাঁকা তাল আর খেজুঁরের হাঁড়ি
বস্ত্রহীন শিশুরা টানিতেছে কলা পাতার গাড়ি
গোড়াঁমি সংস্কারে নত মস্তকে লজ্জাবতি নারী।
সুঁদের টাকা,বন্ধক গহনা,কৃষক না পায় কূল
লাউয়ের ডগা,কুমঁরো ফুল, মাচাঁয় খায় দোল।
উলু ধ্বনি আর মুয়াজ্জিনের সুরে
হাওয়ায় ভাসে স্রষ্টার গুনগান
আকাশ গর্জে শোকাহতদের প্রাণে
আধাঁরে ঢাকিয়া যায় শ্মশান, গোরস্থান।
পুইঁয়ের ডগায় লিললিকাইয়া বাড়ে সপ্ন
সন্ধা ঘনায় পুঁথি পাঠ, যাত্রা পালার গানে
ভালবাসার ছোয়ায় নুইঁয়ে পরা ক্ষেতের ফসল
কৃষকের এর আনন্দ জাগে প্রাণে।
এমন গ্রামটি দেখিনিকো কোথাও
দেখিয়াছি মহামন্ডল বিশ্ব ঘুরিয়া
ব্যাথাতুর প্রানে তাই স্বাধ জাগে
আমার ছোট্ট গ্রামটি দেখিবার ঘুরিয়া।

Add to favorites
2,621 views