স্মরণে -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
স্মরণে রাসুলুল্লাহ সাঃ
আরিফুল ইসলাম
আর কবে দেখা হবে আপনার সাথে?
অপেক্ষা আরো একটু অপেক্ষা আর কত?
কতটা প্রহর গেলে অপেক্ষা শেষ হবে?
কাছে আসতে দেন না,স্মরণ করতে দেন না,
জাগতিক কাজে ব্যস্ত হয়ে আপনার স্মরণে
রাত কাটে নির্ঘুম,সুবহে সাদিকের শুভ্রতা
আপনাকে না পাওয়ার হতাশায় কাটছে জীবন
বিশ্বাসের ভিত্তি নড়ে উঠছে পাপিষ্ঠের আহ্বানে
জীবনের পরীক্ষায় আমি অকৃতকার্য
দয়া করুন এ অনুসারীর প্রতি
রহমতের দৃষ্টি ফেলুন,সকল অপরাধ ক্ষমা করে দিয়ে
অসহায়ের দিকে সুদৃষ্টি দেন হে পবিত্রতার প্রতিমূর্তি।
আল্লাহ যেমন আপনাকে রহমতের দৃষ্টিতে আঁকড়ে রেখেছেন
আমাকেও আপনার রহমতের দৃষ্টিতে আঁকড়ে রাখুন হে রাসুল সাঃ।

Add to favorites
845 views