হতাশা কুইন -
Mithila
Published on: নভেম্বর 8, 2017
বোন বলো বন্ধু বলো
তুমি মোদের সব
প্রার্থনা মোদের এইটুকুই
ভালো রাখেন যেন তোমায় রব।
জীবনটা যেন মনের মত
ফুল হয়ে ফোটে
ইচ্ছে গুলো যেন তোমার
দিগন্ত ছুঁয়ে ছুটে।
অশুভ গুলো আর যেন
না আসে ফিরে
দুঃখ গুলো যাক না উড়ে
দূর আকাশের ভীড়ে।
থাকো তুমি আমাদের মাঝে
ভালোবাসায় ঘিরে
বেঁচে থাকো হাজার বছর
শান্তি সুখের তরে।
রেখেছো তুমি আমাদেরকে
যতনে তোমার বুকে
তাই তো মোরা আছি ভালো
আছি খুবই সুখে।
এমনি করে আগলে রেখে
সুখে কিংবা দুঃখে
সকল ভুলেও ঠাঁই দিওগো
ভালোবাসায় বুকে।
কিছু দিয়ে শোধ করার
নয়গো তোমার এই ঋণ
বুক ভরা ভালোবাসা দিয়ে যাবো
আজ তোমার জন্মদিন
“শুভ জন্মদিন হতাশা আপু”

Add to favorites
759 views