হাত থেকে জীবন ছুটে যায় -
এইচ বি রিতা
Published on: আগস্ট 12, 2019
হুইসেল বাজিয়ে ট্রেইনটি ছুটে চলে মধ্যরাতে মাথার ভিতর
প্রতি মধ্যরাতে মাথার ভিতর
শিরা-উপশিরাগুলো চট করে লাফিয়ে পড়ে একে অপরের গায়ে
চেতনায় ঘুমন্ত সবকিছু জেগে উঠে
উত্থাল পাতাল বন্য হাওয়ায় বুকের আইল ভাঙ্গতে থাকে ভীষণ শব্দে
আমি লাফিয়ে পড়ি খাট থেকে
আঙ্গুলগুলো সব জীবন্ত হয়ে মাকঁরশার মত উৎ পাতে
হুইসেল বাজিয়ে ট্রেইনটি ছুটে চলে য়ায় গন্তব্যহীন, একা
ওখানে কোন যাত্রী নেই, তুমি ছাড়া
আমি জেগে থাকি ট্রেইনটি ধরবো বলে প্রতি মধ্যরাতে
হুইসেল বাজিয়ে ট্রেইনটি ছুটে চলে মধ্যরাতে মাথার ভিতর
প্রতি মধ্যরাতে মাথার ভিতর
তুমি একইভাবে তাচ্ছিল্যতায় আমাকে দেখো দরজায় দাঁড়িয়ে
ট্রেইনটি চলে যায় নিয়মমাফিক
আমি তখনো হামাগুড়ি দিয়ে দাঁড়ানোর চেষ্টা করি
গন্তব্যহীন ট্রেইনটি ধরবো বলে।

Add to favorites
3,981 views