হাত বদল -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 19, 2017
পৃথিবীর কোলাহলে আজকাল বড্ড একঘেয়েমী লাগে
মনে হয়,
লোকালয় ছেঁড়ে বৃক্ষশেকড়ের মত মাটির ভিতর ঢুকে পড়ি
সবুজ ঘাসে শুয়ে পড়ি;
বনের গাছপালার ভিরে হেঁটে হেঁটে প্রকৃতির বৈরাগ্যকে অনুভব করি!
বিরক্তি নিয়ে একদিন শহরের সকল ফাঁটা দেয়ালগুলো
ঢেকে যাবে লতাবট আর কার্টেইন ক্রিপারে
পোকামাকড়ে বসতি ঘন হবে মানুষের সম্রাজ্যে
একদিন নীরব বিপ্লবে পৃথিবীর অধীকার হাত বদল হবে,
পৃথিবী মানুষ হারাবে হাহাকার নিয়ে;
বৃক্ষলতাদি- পোকামাকড় মানুষের আধিপত্যকে ছাড়িয়ে যাবে।
একদিন পৃথিবী খুঁজবে হাভাতে ফকির, কুকুর একসাথে
হাড়ি হাড়ি মাংস-বিরিয়ানি রান্না হবে, মৃত্যুর উৎসবে
সেদিন, শোকের বার্তা পরে থাকবে বৃক্ষতলে উপহাসে
ক্ষুদামন্দা হবে রাস্তার বেহায়াদের,
ফুঁটো জলে ছাওনী ঘেরা আসমানীদের দুর্ভোগ হবে সেরা কৌতুক
হেসে খুন হবে দীর্ঘশ্বাস-যোনী ফাঁটা কিশোরী
নেকি বেহালার সুরে স্নেহ ভেঙ্গে অসহ্য মমতার কান্না
চাপা পরবে বিষাক্ত সবুজের আড়ালে;
একদিন পৃথিবীর অধিকার হাত বদল হবে।
আজকাল একঘেয়েমী লাগে জেগে উঠায়
জন্মের নৈরাশ্য বুকে বেঁচে থাকার অপরাধে;
মনে হয় বোবা হয়ে হয়ে যাই।
নির্লজ্জ্ব চোখে রৌদ্রবিষাদে ছায়ারোদ গোঙ্গানী শুনি
পৃথিবী মানুষ হারায়; আমি নানান ছূতোয় কেঁদে উঠি।
একদিন পৃথিবীর অধীকার হাত বদল হবে
সকল যাতনা, অভাবের আধিপত্য
উদ্ভিদ-পোকামাকড়ের অধীনে চুপিচুপি নিরুদ্দেশ হবে।

Add to favorites
766 views