হারিয়ে ফেলা পূর্ণিমা রাত -
আলী আহম্মেদ
Published on: অক্টোবর 18, 2016
এই ভরা পূর্ণিমা রাতে-
হাঁটি আমি, আমার ঘুমন্ত শহরে
মরচে পরা দেয়ালেরা জ্যোৎস্নায় করে স্নান
এই পথেই হারিয়েছিলাম প্রিয় সেই প্রাণ!
এমনই ভরা পূর্ণিমা রাতে-
মনের সেতারায়, তুলেছিলাম সুর
তুমি গেয়েছিলে গান
আজও খুঁজে ফিরি সেই কলতান।
এমনই কোন ভরা পূর্ণিমার রাতে-
স্নিগ্ধ আলোর মত
কাধে কাধ রেখে
তুমি ভালবাসা বিলিয়েছিলে
আমার পিপাসিত শহরে।
আজ এই রাতে-
চাঁদ যখন আমার খুবই কাছে
তুমি যোজন যোজন দূরে
আজ এই পূর্ণিমা আমার খুবই নিকটে
আর তুমি এক ইতিহাস।
17 October 2016

Add to favorites
862 views