হৃদয় পোড়া গন্ধ -
হিরণ্য হারুন
Published on: ডিসেম্বর 13, 2016
গত্যন্তর নেই হায় একুশ বছরের ম্রিয়মাণ বৃক্ষ ক্ষুধা অতিবাহিত
কুয়াশার মেঘপুঞ্জ ভেসে গেলো কত– তুষারপাত বলেনি কিছু
মৃত্তিকাসংলগ্ন ভালোবাসা নিশ্চুপ
নিরাশ্রয় রক্তাপ্লুত আবেগ– সন্ধ্যায় ঝরে যায় মেহগনি ফল
হৃদয় বিঁধো অজানা সুরে, আশ্রম বকুল ফুলে
লিলুয়া বাতাসে অবয়বে অমেয় আকাঙ্ক্ষায়
হৃদয় পুড়ে যায়, হৃদয় গলে যায়– তার লীলায়িত চিত্রে
ব্যর্থতার অসীম সীমানায়– কেন এঁকেছিলাম সেই চিত্র
হৃদয় পুড়ে যায়, হৃদয় গলে যায়
জলের মত বয়ে চলে ক্রমশ নিচুতে
গন্ধ জমে বাতাসের অক্ষরে
বৃক্ষের ব্যাপক অসুখে: আন্দোলিত প্রেমে প্রেমে আমি উন্মাদ।

Add to favorites
820 views