হেমলক -
শ্রীকান্ত
Published on: এপ্রিল 11, 2022
জীবন আমার বালুতীরে গড়া-
অট্টালিকা স্তম্ভ
জীবন আমার আদর্শলীপী-
‘অ তে অজগর’ দম্ভ
জীবন তবু জেনে রেখো তুমি
খেয়াল ই আমার ভোজ
সত্য-মিথ্যা সে তো আমি-
বেঁচে কিনে খাই রোজ।
জীবন তুমি আমার কাছে-
বোকা সাপুড়ের বিন
জীবন তুমি অক্টোপাসের সঞ্চিত মেলানিন।
জীবন তুমি হাজার মরন-
এক মরনের পর
জীবন তুমি একটি নিদ্রা স্বপ্নের অগোচর।
জীবন তবু জেনে রেখো তুমি
খেয়াল ই আমার ভোজ
সত্য-মিথ্যা সে তো আমি-
বেঁচে কিনে খাই রোজ।
জীবন তুমি হেমলকে ঠাসা-
সক্রেটিসের ডিশ
জীবন তুমি সমুদ্রে হাঁটা –
রেড লিপড ব্যাটফিশ
জীবন তুমি অলিম্পাসে জিউসের নীরাবতা
জীবন তুমি প্রেমের সাথে সততার সখ্যতা।
জীবন তবু জেনে রেখো তুমি
খেয়াল ই অামার ভোজ
সত্য-মিথ্যা সে তো আমি-
বেঁচে কিনে খাই রোজ।
জীবন যদি ভেবে থাকো তুমি-
এ গান তোমার জন্যে
ফিরিয়ে নিলাম জমা কথা যত-
রিক্ত নেমন্তন্নে।
জীবন তুমি ক্ষুদিতের জালে নির্ঘাত বিপন্ন-
যাকে চিনে আছো সহস্র যুগ হতেও পারে সে অন্য।
জীবন তবু জেনে রেখো তুমি
খেয়াল ই অামার ভোজ
সত্য-মিথ্যা সে তো আমি-
বেঁচে কিনে খাই রোজ।

Add to favorites
805 views