হে আমার আমিত্ব -
Khadija Yeasmin
Published on: অক্টোবর 14, 2016
হে আমার চোখ
চোখের গভীরের কাঁন্নারা!
হে আমার আত্মা!
ছুঁয়ে যাও এ রাত
সফেদ মেঘের শেষে দাঁড়িয়ে
লুফে নাও শরৎ মেশানো প্রেম।
হে আমার সুখ
সুখের গভীরের চুপচাপ শূণ্যতা!!
এসো, এ বিভোর রাতের কানে কানে বলে যাও
এক গুচ্ছ কাশফুল তোমার চাই।
এক লহমা হাস্নাহেনার মাদকতা।
হে আমার রাগ
রাগের আড়ালে সুপ্ত অভিমান!!
তুমি বেঁচে থাকো,
গোপনে পাখি হয়ে আমায় মন্ত্রনা দিও।
আমাতে অভিমান জিইয়ে রাখবো।
হে আমার ‘আমিত্ব’
আমিত্বের বিবেগ!
প্রেম, রাগ, আবেগ, অভিমান
সবই থাক
থাকুক আরও মানবীয় যা আছে তাই!
কিন্তু এ সব কিছুর সীমারেখা এঁকে দেবার দায়িত্ব তোমার।
হে আমার আমিত্ব!
আমিত্বের বিবেগ!
তুমি সদা জীবন্ত থাকো
সদা জাগ্রত
সদা থাকো সত্যাবহ।

Add to favorites
1,380 views