১৬ই ডিসেম্বর ১৯৭১ -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 14, 2017
বাঙ্গালীর ভাগ্য দাসত্বের শিকলে বেষ্টিত জন্মাবধি
বিশ্বাসঘাতকতা আজ নতুন নয়
দু শ’ বছর বাংলার স্বাধীনতা অস্তমিত হকদার
মির-জাফর নবরুপে যুগে যুগে দৃশ্যমান সর্বত্র।
ঔপনিবেশিক শাসন ও শোষণে ক্ষুদ্ধ সিপাহী বিদ্রোহ
সফলতার দ্বার মাড়ায়নি
সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে তিতুমীর,
টিপু সুলতান, হাজী শরীয়তুলাহ- সূর্যসেন
তবু থেমে থাকেনি রাজনৈতিক চরম অস্থিরতা
কৌশলে বৃটিস বিরোধী আন্দোলন রাজনৈতিক রূপান্তরে
ভারতীয় কংগ্রেস-মুসলিম লীগ
অহসযোগ আন্দোলন জমিয়ে বসে খেলা
ফলস্রুতিতে বিভক্তি, পাকিস্তান-হিন্দুস্তান
গেড়ে বসে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।
পূর্ব-পশ্চিম পাকিস্তান, দূরত্বে দেড় হাজার মাইল
পূর্ব জনগোষ্ঠী পশ্চিমা পদতলে
ধর্ম কেবল সন্ধিস্থলে,
বাকিতে সংস্কৃতি, ভাষা, আচরণ-অর্থনৈতিক ব্যবধান তুঙ্গে
শোষণ ছাড়িয়ে যায় আকাশসীমা
দৃষ্টান্তে আগুনে তুষ ঢেলে মোহাম্মদ আলী জিন্নাহ;
সূত্রপাতে ভাষা আন্দোলন, অভূতপূর্ব সাফল্যে অবশেষে জনতা।
অরাজকতায় আবারো যুক্তফ্রন্ট গঠন-বাতিল
সামরিক শাসন জারিতে আইয়ুব খান
উস্কে দেন ছাত্র জনতা, শাসন বিরোধী আন্দোলন গোড়াপত্তন
গণতন্ত্র-স্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠায় পূর্ব জনগোষ্ঠী ছয় দফায়
আগরতলা ষড়যন্ত্র মামলা, ইতিমধ্যে এগারো দফা এগিয়ে
চরমাকারে গণঅভ্যুত্থান তুঙ্গে
হিতাহিত জ্ঞ্যানশূন্য আইয়ুব খান;
ক্ষমতা হস্তান্তরে ইয়াহিয়া খান ঘোষণায় সাধারণ নির্বাচন।
সংখ্যাগরিষ্টতায় আওয়ামীলীগ,
পূর্ব পাকিস্তান বিজয়ের মুকুটে উল্লাসিত, তথাপী
বিধিবাম ক্ষমতাসীন সামরিক সরকার ক্ষমতা হস্তান্তরে নাকচ
ষড়যন্ত্রের নীলনকশা বুননে ইয়াহিয়া-জুলফিকার চুক্তিতে
বানচাল জাতীয় পরিষদ অধিবেশন বিনা নোটিশে
ক্ষুব্ধ পূর্ব পাকিস্তান ধৈর্য্যচ্যূত বিস্ফোরণে
অসহযোগ আন্দোলন ঘোষণায় শেখ মুজিবুর রহমান দৃঢ় প্রত্যয়
কারফিউ জারি নস্যাৎ করে বাঙ্গালী রাজপথে দন্ডায়মান রয়
অতঃপর
রেসকোর্স ময়দান ধ্বনি-প্রতিধ্বনিতে সরগম;
“এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
শুরু হয় রক্তলীলা দেশ জুড়ে
বাঙ্গালিদের প্রতিরোধ ঠেকাতে অপারেশন সার্চলাইট
কেড়ে নেয় নিরপরাধ প্রাণ, লাত্থি মেরে উপরে দেয় বহির্ভূত সাংবাদিক
শেষ রক্ষা হয়না তবু, দুরন্ত সাহসী সাইমন ড্রিং রয়ে যায় আড়ালে
অকুতোভয় প্রাণে ওয়াশিংটন পোস্ট-
সারা পৃথিবী অবগত হয় গণহত্যার খবরে।
বঙ্গবন্ধু নিরুপায় পশ্চিম শাসকদের হাতে বন্দি যখন
দিকবিদিক জনতা নেতরত্বহীন, অতঃপর
অকুতোভয় র্নিভিক যোদ্ধা মেজর জিয়া
চট্রগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র দখলে তৎপর
স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ দানে ডাক দেন আন্দোলন
তুমুল প্রতিরোধে মুক্তিযোদ্ধাদের অগ্নিমূর্তি ধারণে
ভয়াবহ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলমান
ঐক্যবদ্ধ সাড়ে সাতকোটি বাঙালি নিরস্ত্র হাতে
প্রাণপন শুয়ে পড়ে বুক পেতে জমিনে,
তিরিশ লাখ মানুষের প্রাণ
দুই লাখ মা-বোনের সম্ভ্রম বিসর্জনে ১৬ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে
ভীত সন্ত্রস্ত জেনারেল নিয়াজীসহ ৯১ হাজার ৫৪৯ পাক হানাদার
আত্মসমর্পনে জ্বলে উঠে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ।
এ সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম
এ সংগ্রাম বীর বাঙ্গালীর সাহসী সংগ্রাম
এ সংগ্রাম বিশ্বের সর্বকালের স্বৈরাচারী নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম
এ সংগ্রাম বীর বাঙ্গালীর অনন্য সাধারণ মুক্তির সংগ্রাম।
এ সংগ্রাম ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম
পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম
মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের সংগ্রাম।

Add to favorites
849 views