সেই শৈশব কি ফিরে আসবে,
সেই দুরন্ত কিশোর কোলে ফিরে যেতে চাই।
সেই ছোট্টবেলার সোনালী দিনগুলো কি আসবে,
আসবে কি সেই অতীত!
সারাদিন নাওয়া-খাওয়া ছেড়ে টইটই করে
হৈ হুল্লো করে ঘোরাঘুরি,
কিংবা ডাংগুলী খেলা
কিংবা গোল্লাছুট
কিংবা কানামাছি
কিংবা ক্রিকেট
কিংবা ফুটবল
কিংবা গোসলের নাম করে ঘন্টার পর ঘন্টা ডুবসাঁতার ,
কিংবা নদের উঁচু পাড় থেকে লাফ দেওয়া
কিংবা নদের বালুচরে বসে বসে ভাস্কর্য নির্মান।
মনে পড়লে জল এসে ভিড় করে দুচোখের কোণে
সেই মধুর দিনগুলো হারিয়ে গেল!
কিংবা ঝগড়া শেষে কামড় দিয়ে দৌড়,
জীবনের কি অবাধ স্বাধীনতা
শৈশবের সেই সোনালী অতীতে।
ভাবনাহীন ঘুড়ি মতো জীবন,
ছিল যেখানে রংধনু সাতরঙ্গের ছড়াছড়ি
সাদাকালো আর রঙ্গিন স্বপ্নের উড়াউড়ি
আহা !
সেই শৈশবের দিনগুলোতে যদি ফিরে যাওয়া যেত।
যুগের পর যুগ যেন এমন হয়,
শৈশবস্মৃতি কখনো মুছে যাবে না।
অক্ষয় হয়ে থাকে মনের অতলে,
আহা !
কি হীরের টুকরো ছিল শৈশবের দিনগুলো।
যদি আবার ফিরে পেতাম,
সেই অতীত
সেই শৈশব
সেই কিশোর
সেই শৈশবসঙ্গী
সেই কোলে ফিরে যেতে চাই।
ফিরে এসো শৈশব।
ফিরে এসো।

Add to favorites
3,342 views