আমার কোন পাপ নেই -
এইচ বি রিতা
Published on: আগস্ট 20, 2015
যেতে যেতে ঈশ্বরকে বলে যাই,আমার কোন পাপ নেই।
অবান্চিত ক্ষুদা মরে ছিল রাতের আঁধারে, ভালবাসাহীন নিস্পৃহ কন্ঠস্বর
একটা জীবন এক বালিশে, পাশে শুন্য বিরহ এককাতে
পাশের ঘরে সংগমরত কপোত-কপোতী, নিঃশব্দ চিৎকারে চুড়ির রিনিঝিনি শব্দভঙ্গ,
অশ্লীল অভিলাষে স্পর্শের অনুভুতি প্রবল, নিরন্তন চাপা দিয়েছি বালিশ তলে
অজ্ঞাত আতর ঘ্রান ছাড়িয়ে পেড়িয়ে এসেছি লালসার সমাধীতল,
তবু তীব্র আকাঙ্খায় লোভাতুর চোখে কাম জাগেনি অবেলায়।
শুন্য থেকে শুন্যে তলিয়ে গেছি বার বার, শতকবার
পথে লাশের সারি, শুঁকনো জলাশয়;
গলা অবধি অপরিচ্ছন্ন ডোবায় পুঁতা, মস্তকে হাতুরীর কড়াঘাত
ঠোঁকরে ঠোঁকরে মগজের আধা ছিন্নভিন্ন, দেখেছি মানুষ রুপে পশুর লালায় পৃথিবী দুর্গন্ধময়
ক্রোধের উঠোন অস্রুজলে সিক্ত করে হেটে এসেছি নিরালায়; তবু জিদ ফেটে পরেনি হাতের তালু বেয়ে।
যা কিছু ছিল ভাগে অতি সামান্য, আঙ্গুল চেটে তাতেই উদরপুর্তি
বন্য হরিনী দেখে চোখে কাজল পরার তৃষ্ণা জাগেনী কখনো
মাৎসর্য্য ঝুলে ছিল ঝুপঝাড় কাঁটা তারে,
নিবিড় আলিঙ্গনে দেখেছি মনুষ্যবোধ আর আমার সৌহার্দ;
একে অন্যের পরিপুরক
কাম-ক্রোধ-লোভের উর্ধ্বে মদ মুষ্টিবদ্ধ, মোহ অবান্তর
ঈশ্বরের কাছে প্রাপ্তির অশেষ বদান্যতা
অভিযোগ করিনি, অনুযোগ করিনি
তবে পাপ কিসে?
আমার কোন পাপ নেই।
যেতে যেতে ঈশ্বরকে বলে যাই,
অভিমানী বাঁধ ভাঙ্গা ক্রন্দনে বলে যাই
আমার কোন পাপ নেই।

Add to favorites
869 views