ভবঘুরে -
এইচ বি রিতা
Published on: মে 3, 2013
ভবঘুরে,
তোকে দুই চোখে দেখতে পারি না
তুই বড্ড জ্বালাস আমাকে!
কথা দিয়ে ভুলে যাস,
নিজে না খেয়ে আমাকে খাওয়াস
ভবঘুরে,
তুই বড্ড জ্বালাস আমাকে।
পড়ার ফাঁকে মোবাইল হাতে
দিন ভর শত কাজের ফাঁকে
আমার পিছু তোর ঘ্যানঘ্যানি
উফফ!
তুই বড্ড জ্বালাস আমাকে।
সারা রাত ভাঙ্গা ইয়ারপিস কানে
আমার নিঃশ্বাসে তোর প্রাণ টানে
রাত ভর তোর জেগে থাকা
আমার চোখে ঘুম আনে।
ভবঘুরে,
তোকে দুই চোখে দেখতে পারি না
তুই বড্ড জ্বালাস আমাকে।
আমার ব্যাথায় খুব কাঁদিস
বিষণ্ণ মনে আমায় ডাকিস
গায়ে গায়ে লেগে থাকিস
দু’হাতে আমায় আগলে রাখিস
উফফ!আর পারি না তোকে নিয়ে
ভবঘুরে,
তুই বড্ড জ্বালাস আমাকে।
কেন আমায় ছোট্টটি ভাবিস্
মুখে তুলে খাইয়ে দিস্
পায়ে পায়ে জড়িয়ে রেখে
ভালবাসায় আমায় বেঁধে রাখিস!
ভবঘুরে,
তুই বড্ড জ্বালাস আমাকে
তোকে দুই চোখে দেখতে পারি না।
/

Add to favorites
1,585 views