কাল -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 11, 2013
কালও এখানে দেখেছিলাম হাস্নাহেনা আর
শিউলী ফুলের সমাহার
সবুজ পাতার গায়ে
লাল- কালো ফোঁটায় গুটি পোকারা হেঁটে বেড়ায়
সদ্য মাঝা কাশার বাসনের মত
চকচকে চাঁদটায় আলো ঠিকড়ে বেড়ায়!
রেইললাইনের দু-ধারে,
অবহেলিত সবুজ কঁচি দুর্বা ঘাসে
জড়াজড়ি প্রখর রোদে বালি চিকচিক
মাটিতে মালগাড়ির মত সরু পোকাদের এদিক ওদিক ছুটা;
পৃথিবীটা ছিল জলবায়ূহীন গলিত
মানুষগুলো তখন ছিল নক্ষত্রকনায় তৈরী।
লাল-কালো পিপড়ায় হিন্দু মুসলিম ভেদাভেদ,
কাঠাঁল বিঁচি গিলে নিলে বিশাল বৃক্ষ পেটে নিয়ে চলা
কালটা ছিল কি ভীষণ অন্যরকম।
আজটা বড় ভয়ংকর!
এখানে শুক্লাপক্ষের পঞ্চমীর চাঁদ
মুখ লুকায় বিষন্ন আকাশের বুকে
ঘন ঘন দীর্ঘশ্বাসে গর্জে উঠে মানবআত্মা
বাতাসে ভাসে লাশের গন্ধ,
নাগরিক নৈঃশব্দে,
বকের পালকের মত উড়ে যায় খন্ড স্বপ্ন
ভয়ে কুঁকড়ে যায় প্রাণ
মনে হয়, এ এক অচেনা শহর
প্রাণহীন মানুষ ক্ষিদে পেলে পানি চাবায়।
আজকের ভয়ংকর প্রলয়ংকরী ঝড়ে
আহত ডানায় ভর করে;
উড়ে যায় কালকের বক পাখীরা
অদূরে ডানা ঝাপটে মরে পৃথিবী।

Add to favorites
1,069 views