15/08/2019 -
Ahmed tipu
Published on: আগস্ট 16, 2019
“ভাঙা হৃদয়”
………………..
আহাম্মদ টিপু
তুমি কি কখনো দেখেছ
ভাঙা হৃদয়ের রক্ত ক্ষরন,
দেখেছ কি অশ্রু ভেজা দুটি
চোখের মায়া ভরা জল।
আচ্ছা নিস্তব্ধরাতের সিক্ত
চোখের লোনা জল কেমন
হয় তুমি জানো,
তুমি জানো না জানবে কি
করে তোমার যে একটি
পাষান হৃদয় রয়েছে ।
আচ্ছা তুমি কি থমকে
যাওয়ার সময়ের অপেক্ষা
প্রহর গুনেছ,
তুমি কিভাবে সময়ের প্রহর
গুনবে তোমার যে সেই ধৈর্য নেই।
আমার স্বপ্ন গুলো ভাঙার
কারন তুমি বলতে পারবে,
বলতে পারবে না কারন তোমার
মিথ্যা ভালোবাসার ছোঁয়া আমার
স্বপ্ন গুলো শেষ হয়ে গিয়েছে।
আচ্ছা তুমি দ্বীর্ঘশ্বাসের
উষ্ণতা বুঝতে পার,
পার কি বুঝতে আমার
ভাঙা হৃদয়ে কষ্ট গুলো।

Add to favorites
1,363 views