23/08/19 -
Ahmed tipu
Published on: আগস্ট 23, 2019
অপেক্ষার প্রহর
•••••••••••••••••••
লেখাঃ আহাম্মদ টিপু
আষাঢ়ের কোনো এক বিকেলবেলায়
তুমি আসবে বলেছিলে বকুল তলায়
নীল শাড়ি পরে সাদা-হলুদ কদমফুল হাতে।
মাংসল পুষ্পাধারে অজস্র সরু সরু
কদমের বিকীর্ণ বিন্যাসে
নিদারুন অপেক্ষায় ছিলাম তুমি আসবে
বলে তুমি আসনি
মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে।
তুমি বলেছিলে শ্রাবণের কোনো এক
অঝর বৃষ্টিতে
এলোমেলো কাঁদা জলে পথের বাকে
দুজনে মিলে এক সাথে হাঁটবো
তুমি গাইবে বৃষ্টির গান;
আর আমি অনন্ত প্রেমে ডুবে যাবো
তোমার মাঝে।
তুমি বলেছিলে,
নীল খামে চিঠি নিয়ে তুমি আসবে
সেখানে থাকবে অনাবিল কিছু গোপন কথা
আমি অপেক্ষা ছিলাম দিন কি রাত বকুল তলায়;
তুমি আসনি।
সেই কবে থেকে এখনো অপেক্ষায় আছি
যদি তুমি কদম ফুল নিয়ে ডাকো আমায়
যদি বলো, চলো উড়নচন্ডী বৃষ্টিতে ভিজি
কিংবা হুট করে যদি নীল খামে চিঠিখানা চলে আসে।

Add to favorites
878 views