ভাবনা গুলো হঠাৎ -
এইচ বি রিতা
Published on: সেপ্টেম্বর 1, 2012
কত দিন ভেবেছি বদলে দিব এই ঘৃণ্য সমাজটাকে
রুখে দাঁড়াবো নরপশু গুলোর বিরুদ্ধে; হয়নি।
হয়নি আজও একটা অন্যায়ের প্রতিবাদ করা
হয়নি আমার ওই পাপিষ্ঠদের সঙ্গ ছাড়া
নিজের পাওনাটা বুঝে নিলেই যেন আমি বাঁচি!
কে কাঁদে ওই ক্ষুধার্ত পথশিশুটির জন্য?
কে ভাবে ওই রহিমা খালাদের কথা?
মুখে বলি ইসলাম এর পথে চলি,
আমি নিজেও ভুল প্রেম সাগরে বলি।
আত্মশুদ্ধি আজ বড় বেশী প্রয়োজন!
চেতনা গুলো বিলুপ্তির আগেই,
বিবেক ঘুমিয়ে পরার আগেই;
ঘরে ফেরা খুব বেশী প্রয়োজন!

Add to favorites
1,498 views