অদৃষ্ট -
এইচ বি রিতা
Published on: মে 9, 2012
আমি অদৃষ্টরে বলি, কিরে হতভাগা
খুঁজিয়া কেন পাইনা যোগ বিয়োগের হিসেব?
অদৃষ্ট আমারে সুধায়
কোন খাতায় লিখেছিস রে পোড়া কপালী
আমি হাতিয়ে বেরাই, খুঁজে না পাই
এ কেমন অদ্ভুত নিয়তির খেলা হায়!

Add to favorites
2,376 views