একটা ভূ-কম্পন দরকার -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 3, 2012
একটা ভূ-কম্পন দরকার
সত্য মিথ্যার ভেদাভেদ পৃথক করার জন্য।
একটা ভূ-কম্পন দরকার
মানুষ আর অমানুষের শ্রেণিভেদ করার জন্য।
একটা ভূ-কম্পন দরকার
সংকীর্ণতার দেওয়াল ঠেলে প্রশস্ততাকে করব নিমন্ত্রণ।
একটা ভূ-কম্পন দরকার
হতাশার নীল চাদরে মোড়া থাকুক সুখের আমন্ত্রণ।
একটা ভূ-কম্পন দরকার
ঝনঝনিতে রূপোর নুপুর জড়বো দু’পায়ে।
একটা ভূ-কম্পন দরকার
ভালবাসায় বুদ হয়ে মিশে রব কারো গায়ে।
একটা ভূ-কম্পন দরকার
যদি না হয় ভোর কোনদিন রাতের আঁধার ঠেলে।
একটা ভূ-কম্পন দরকার
মেঘের কোলে বৃষ্টির ঢল ভিজব দু’হাত মেলে।
একটা ভু-কম্পন সত্যি ই দরকার!

Add to favorites
2,367 views