হতাশা কুইন
বিশেষ কোন কারণ নেই, নিজেকে আড়াল রাখতে পছন্দ করি, তাই আসল নামটা নাই বা দিলাম। আমি হতাশা কুইন। এমেরিকার নিউইয়র্কে বসবাস করি শিশুকাল থেকে। বাংলায় আমার দক্ষতা নেই, বন্দ্বুদের দেখে দেখে, কিছুটা নিজের তাগিদে, বাংলা শিখা।
আমি লেখিকা নই। মাঝে মধ্যে দু'চার লাইন লিখি। ফান করতে পছন্দ করি, আর তাই বিভিন্ন বিখ্যাত কবিদের কবিতার প্যারোডি বানাই। মূল কবিতাটিকে হেয় করতে নয়, শুধুমাত্র শখের বশেই করি।
নিজের সম্পর্কে তেমন কিছু বলার নেই। হৈ-চৈ, আড্ডা করতে পছন্দ করি। সারাক্ষন হাসি, অন্যকে হাসাই।
This is all about "আমি"।