মুহাম্মাদ মাসুদ
মোঃ মাসুদ রানা। ১৯৯৫ সালের ১৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার চোবাড়ীয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।তার পিতা মোঃ লালমিয়া,মাতা মোছাঃ জাহানারা খাতুন।পরিবারের খুব কাছের আত্মীয় স্বজন তাকে জাহাঙ্গীর নামেও ডাকেন।
ছোট বেলা থেকেই বন্দুদের সাথে আড্ডা, গানবাজনা, পিকনিক ও খেলাধূলা করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন।স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বন্দুদের সাথে দলবেঁধে সিনেমা, যাত্রা, সার্কাস এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে জুরি নেই ক্ষুদে ছড়াকারের।
জীবনের প্রথম স্কুল "চৌবাড়ীয়া টোকের পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে স্থল পাকড়াশী ইন্সটিটিউশনে ভর্তি হন।পরবর্তীতে বাড়ির পাশে নতুন স্কুল পতিষ্ঠিত হলে ৮ম শ্রেণীতে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।
বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হয় খামারগ্রাম মহাবিদ্যালয়ে। ২০১২ সালে ব্যাবসায় শিক্ষা শাখা থেকে পাশ এইচএসসি করে। তারপর মানবিক শাখায় বেলকুচি ডিগ্রী কলেজে "ডিগ্রী পাশ কোর্সে" ভর্তি হন।
কলেজে থাকাকালীন সময়ে "মুসফিকা স্মৃতি পাঠাগার সাহিত্য ম্যাগাজিনে "প্রেম পুজারী" নামক একটি কবিতা প্রথম প্রকাশ পায়। ফেব্রুয়ারি ০৬,২০১৮ সালে লেখক বাড়ি প্রকাশনী তাঁর রচিত "পতাকা" কবিতা ও মার্চ ০৪,২০১৮ তারিখে বঙ্গবন্দুকে নিয়ে লেখা "খোকাঃ বঙ্গবন্দু প্যাভিলিয়ন-২০১৮ এবং মুক্তিযোদ্ধাদের স্মরণে লেখা তাঁর চিঠি "মুক্তিযোদ্ধাদের জন্য একটি চিঠি" প্রকাশ করে।
সিরাজগঞ্জ শহরের বহুল প্রচারিত "দৈনিক যুগের কথা" পত্রিকা মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা চিঠি পুনরায় এবং বৈশাখ নিয়ে লেখা পহেলা "বৈশাখঃ নতুন দিনের ২০১৮" প্রকাশ করে। সময়ের সূর সাহিত্য ম্যাগাজিনে ২০১৮ সালে প্রকাশ পায় তাঁর কবিতা "আমি কি ভুলতে পারি"। এছাড়া জাতীয় শিশু কিশোর ম্যাগাজিন "কিশোর গোয়েন্দা" এপ্রিল ২০১৮ প্রকাশ পায় তাঁর অন্য আরেকটি কবিতা "বৈশাখ ২০১৮"।
তাছাড়া যৌথ সম্পাদনায় "মুক্তচিন্তা" কবিতা গ্রন্থ "দন্ত্য 'স' প্রকাশনী" থেকে প্রকাশ পায় ২০১৮ সালে।