Abdur Rahim
আমি আব্দুর রহিম।। ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলার ছোট্ট গ্রামে আমার জন্ম।। ছোট থেকেই কবিতা পড়তে অনেক ভালো লাগে। কবিতা লেখার স্বপ্ন তখন থেকেই।। এখন সাহিত্যের ছাত্র হওয়ায় স্বপ্নটা পুরণের পথে একধাপ এগিয়ে যায়।। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে ইংরেজি সাহিত্য বিভাগের ছাত্র।।