ডার্ক এভিল -
চিত্রা শর্মা
Published on: আগস্ট 11, 2015
ডার্ক এভিল
*চিত্রা শর্মা*
তুমি অন্ধকারের শয়তান,
আমি তোমার জন্য উর্দ্ধে রাখি সর্বোচ্চ
স্হান।
কারন তুমি নামেই শয়তান।
তোমার কাজে জেগে উঠে কতগুলো নেতিয়ে
পড়া প্রান।
তুমি নামেই অন্ধকারের শয়তান।
তবে কাজে নয়,
তাই সর্বোচ্চ স্হান তোমার জন্য বরাদ্দ
রয়।
আমি এক সহজ মানুষ,
কঠিন মানুষের ভিড়ে সহজ খুজতে গিয়ে নিভে
যায় আমার ফানুশ।
তবে তোমায় দেখে বুঝেছি
কতটা কঠিনে সুপ্ত থাকে আসল মনের সেই
সহজ মানুষ।
আমার চেনাতে ভুল হয়,খুব ভুল।
এবার আমি চেনার হিসাবে হিসাব কষেছি
নির্ভুল।
তুমি শয়তান, অন্ধকারে কালো শয়তান।
তবে তুমি শয়তানের শয়তান।
কারন তোমায় দেখে কেঁপে উঠে খুব খারাপ
শয়তান।
তোমার তলোয়ার নয় নিরীহর তরে।
তোমার তলোয়ারের ঝলসানিতে সমগ্র
শয়তান দল কেঁপে উঠে ডরে।
তুমি শয়তান। অন্ধকারে শয়তান।
তোমার বলে তৃনমূল ধরে বাঁচতে চায় জীবনের
পথে হাটা কতগুলো প্রান।
তুমি দাও তাদের উজ্জীবন শক্তি,
তাদের প্রানে তোমার তরে অটুট ভক্তি।
তাদেরই প্রানে জাগাও তুমি নব নব শক্তি।
তোমার কাজে কারো মুখে মিলেনা কোন
উক্তি।
কারন তুমিই তুমি।
শয়তানের শয়তান তুমি।
মানুষের তরে নিবেদিত প্রান।
সবার তরে তুমি মহান।
শয়তান কাঁপে তোমার ডরে।
তোমার প্রতিবাদ কে রুখতে পারে?
নেই কেউ থাকে যদি তার তরে করে দিব এই
জীবন উইল।
হবেনা কোনদিন হতে পারেনা তা
কারন তুমিই ডার্ক এভিল।

Add to favorites
880 views