যাতনা -
এইচ বি রিতা
Published on: ফেব্রুয়ারী 24, 2015
আমি কাঁদি নিভৃত যাতনায়
পৃথিবীর নির্লিপ্ততায়; দৃষ্টিহীন চোখে জমাট অরনণ্য বর্ষণ
অভিলাষী মনে বরফ জমাট রক্তপাত
অতঃপর,
পৃথিবীর পৈশাচিক নিষ্ঠুরতায় আমি কেমন লাশ হয়ে যাই।
হীনতার দপ্তরে লৌকিক উল্লাস
প্রণয়ের সুরে হঠকারীতা; বিদ্রুপের ত্রাস
দুর্গম সমুদ্রে পথহারা নাবিক
ব্যাথিত স্রোতে নিরলস কাঁদে
অতঃপর,
সারি সারি লাশের ভিরে; জীবন্ত লাশ হয়ে আমি মিশে যাই।
দেখি মানুষ হারে
দেখি কালনাগিনী বসত ভিটা কাড়ে
আমৃত্যু বুকের গহীনে এক বিশাল ফুটো নিয়ে
প্রিয় যায় প্রেয়সীকে ছেড়ে।
নীলে নীলে নীলাবিষ পান শেষে; আমি কেমন লাশ হয়ে যাই ।
শতক বছরের যন্ত্রণায় ক্রন্দন ক্রোশী মাটির বুক চিরে নীল নাভিঃশ্বাস
সত্য কেবলই রক্ত হয়ে ঝড়ে আজ
বিভ্রান্ত শহর; পথের ধুলো; ম্লান মেঘে শংখচিলের কলরব
কাল হতে মহাকাল ক্ষুধা হয়ে ফিরে আসে স্বপ্ন।
এ এক জটিল রোগে ভুগছে পৃথিবী অহর্নিশি
দুর্বোধ্য অন্ধকারে তলিয়ে যেতে যেতে; আমি কেমন লাশ হয়ে যাই ।

Add to favorites
890 views