জীবন -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 3, 2015
জেগে উঠেই কপালের ভাঁজে ছাইপাশ বস্তাবন্দি চিন্তার পাহাড়,
ক্ষনিকের তরে নিমজ্জিত প্রশান্তির অতলে
যেন ছত্রভঙ জনতার ভিরে বেওয়ারিশ লাশ।
অতঃপর,
চটি পায়ে জীবন ছুটে জীবন রথে দুর্বিসহ যাতনায়।
উঠোন আড়াল করে সিঁড়ি ডিঙিয়ে ধেয়ে আসে দৈনন্দিন জঞ্জাট;
পাশেই পরে থাকে অবলীলায় বেড়ে উঠা পুঁইটাল
আরশোলার মত কিলবিল করে এদিক ওদিক ঘুরে যায় জৈবিক ক্ষুদা
গোপন কুঠুরীতে বাক্সবন্দি বিষাদ; কিছু তিক্ততা ভ্যাবসা গরমে আধাসিদ্ধ
ঘুরে ফিরে পথের বাঁকে সেই চিরচেনা দ্বায়বদ্ধতা
আস্তিনের ভাঁজে ঘর্মাক্ত দুর্গন্ধ, নাভিমূলে চিনচিনে ব্যথা
বিছায় শুয়ে আধোবোজা চোখে পাহাড়ের ভারে
এক পাশে বালিশের গায়ে পরে থাকে পিছুটান।
ঝাপসা চশমার ফাঁকে প্রিয় পিতার করুণ চাহনী
মায়ের বুক চাপা আক্ষেপ জমিন ভেদ করে পৌছে যায় শত শত মাইল গহীনে
আহা!কি নিষ্ঠুর তুমি পৃথিবী!
হাতের রেখার মতই ভাগ্য লিখা হয়ে যায় কপালে
নতুন প্রভাতে বিহঙের নৃত্য পরে রয় নিস্প্রাণ সীমানায়
সিগারেটের শেষ টানে জ্বলে উঠে অনিশ্চিত ভবিষ্যত,
দু’বাহু সটান করে অতপর আরো একটি দিনের শুরু।
অদূরে খিকখিক নসিমন জাপটে ধরে খদ্দের
আহা বিনু! কতদিন ভাবনার আকাশে ছেঁদ কেটে তুমি পালিয়ে গেলে!
তুমি আমরন কল্পপুরীর স্বপ্নকন্যা হয়েই থাকো।
_______

Add to favorites
957 views