কৃষ্ণচূড়া হাসি -
আলী আহম্মেদ
Published on: মে 26, 2017
বুকের গভীরে কত কষ্ট জ্বলে
জানোনা তুমি!
কৃষ্ণচূড়া,
তুমি এতো লাল কেন?
জানোকি আমার বুকের গভীরে কত ক্ষত?
সেও হয়তো জানেনা
তুমি আমি একই পথে থমকে আছি।
কৃষ্ণচূড়া,
এভাবে লাল রঙে সেজেছো তুমি
আমি কিভাবে বলো
আমার যাতনা দেখায়?
কৃষ্ণচূড়া,
তোমার এই লাল রঙে সেজে হাসা
কি বেদনা না ভালোবাসা
তুমি জানো কৃষ্ণচূড়া?
আমি বেদনা লুকিয়ে খুব করে হাসতে জানি।
“কৃষ্ণচূড়া হাসি”
আলী আহম্মেদ
২৫ মে ২০১৭

Add to favorites
6,954 views