শীতের যাদু -
Zubaer Kajol
Published on: নভেম্বর 20, 2016
++জুবায়ের কাজল++
শীতের সকালেতে না ভাঙ্গতেই ঘুম
চারিদিকে পড়ে যায় রস খাওয়ার ধুম,
ঘুম থেকে উঠে যাই একটু রস খেতে
শীতের সকালের স্বাদটুকু নিতে।
দাদী আমার কি যেন ঝাড়ছে কুলায়
মা আমার গরম পানি দিচ্ছে চুলায়,
বুঝলাম মা আমার বানাবে পিঠা
একটু পরেই আমি পেয়ে যাব সেটা।
শীতের সকালের পীঠা কি যে চমৎকার
পুলি, ভাপা পিঠার কথা কি বলব আর,
এত আনন্দ যে আমি কোনখানে রাখি
বারবার তাইতো আমি শীতকালকেই ডাকি,
বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচী, দাদু
অবাক হয়ে দেখছে সবাই শীতকালের যাদু।
এই দিনে শীতে যারা ধরিয়েছে আগুন
আমাদের মত তাদের মনে নেই কোন ফাগুন,
আমরা মোটা কাপড় পরে আছি অনেক সুখে
কাপড়ের অভাবে ওদের দিনকাটে দুঃখে।
কাপড় নেই, পিঠা নেই, নেই ওদের কিছু
আমরা কি এই দিনে চাইবোনা পিছু?
আমরাই পারি ওদের মুখে ফুটাতে হাসি
শীতকাল যাদের গলায় হয়েছে ফাঁসি।
যা পারি আসুন আমরা দিব সবাই মিলে
ওদের মুখে ফুটবে হাসি সাহায্যটুকু পেলে,
শীতের দিনে সুখে-দুঃখে থাকি সবাই মিলে
তাইতো আমি আনন্দে থাকি শীতকাল এলে।।

Add to favorites
3,466 views