“সাত দিনের জীবন”। -
Published on: নভেম্বর 3, 2016
মাস বছর আর শতাব্দীর চক্রে অবিরত
দিতে দিতে পাক,
বাসনার অভিলাষী তোরঙ্গে কামনার
বীজ বুনে,
আবাল্য মহাযুগের নির্মল স্বপ্নে যতোই
হও বিভোর,
জীবন সাতদিনের উপাখ্যান ছাড়া
কিছু নয় ।
শনি থেকে শুক্রের চিরন্তন চন্দন চর্চিত
ঘূর্ণনে,
তোমার মহাকাব্যের ষোলকলা,
সাতদিনে খুঁজে পায় স্বীকৃতির
সার্থকতা,
সুশোভিত কালোচুল সাতদিনে শুভ্র
কাশফুল রং ধরে,
ঝরে যাবে হেমন্তের ঝরা পাতার মত,
শিশির সিক্ত সজীব সৌম্য যৌবন
সাতদিনে,
হারায় তার লাবন্যতা কুঁচকে যাওয়া
চামড়ার আধিপত্যে,
সুঠাম পেশির দীপ্ত চাকচিক্য পরাহত
হবে সাতদিনের আক্রোশে,
সাতদিনের নির্লিপ্ততা’য় তুমি হবে
পিতৃ মাতৃ হীন,
সাতদিনের সাতকাহনে শোধ হবে
জন্মের জাগতিক ঋন ।
জীবন কিছু নয় এ ছাড়া,
উত্থান পতনের সন্মুখ সমরে,
পাওয়া না পাওয়ার গহীন গহ্বরে,
সুখ দুখের বর্ণীল লহরে,
সৃষ্টি লয়ের কাব্যিক ব্যঞ্জনায়,
নিত্য বেজে যাওয়া,
শুধু সাতদিনের অপরাহত বীণ।

Add to favorites
3,955 views