মানব সভ্যতা -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 26, 2015
আমার জন্ম এক আজন্ম পাপ
আমি বলিনা, ওরা বলে।
বায়ান্নর দেয়ালে রক্তাক্ত লাশ
একাত্তরের গলিতে ক্ষতবিক্ষত যোনীতে উপচে পরা রক্তপাত
অবিশ্রান্ত কান্নায় আমি বেপরোয়া হয়ে উঠি
আমি লাঞ্চিত, অবাঞ্চিত,আমি অছ্যুত এক সময়;
আমি বলিনা, ওরা বলে।
নিভৃতে হাঁটি স্বৈরশাসনের আঙিনায়
দেখি গ্যাল্যলিও’র পৃথিবী থমকে যায়
অসময়ে আকাশনীলায় লালের বদলে কালো
নগরীর খাল-বিল মৃত অসাড়
অপ্রকৃতিস্থ লোচনে প্রকৃতি স্থবির শেষে
আমি অবহেলীত, আমি বধীর, আমি অসভ্য এক সময়;
আমি বলিনা, ওরা বলে।
দেখি আজ গনতন্ত্রের ময়দানে আমার “আমি”কে
দেখি পশুর পাশবিকতায় আমার “আমি”কে
রক্তলোলুপ নিশানায় মেঘবতী আকাশ কাঁদে
অগ্নিকুন্ডে অবুঝ শিশুর বিচরণ, বঙ্গ মাতার আঁচলে ভস্মিভূত ছাই
রক্তপোড়া নগরীর ক্রন্দন, রোদসীর নাভিমূলে নখের আঁচর
মেধাবী কলম ভেঙে গুঁড়ো হয়ে যায়
শতক বিদেশী পায়রা নগ্ননৃত্যে দিগন্তে
সন্তর্পণে এক ফুটা বীর্য বাংলার জমিনে
আমি অশ্রুসিক্ত, আমি নির্যাতিত, আমি বিলুপ্ত;
আমি বলিনা, ওরা বলে।
বীরঙ্গনার বক্ষবন্ধনি খুলে আমার চোখ বেঁধে দাও
অনাহারীর বুকের খাঁচায় আমার মাথা সেঁটে দাও
মৃত্যু তুমি বলো আমি কে?
আমি এক নির্লজ্জ মানব সভ্যতা!
আমার জন্ম এক আজন্ম পাপ;
আমি বলিনা, ওরা বলে।

Add to favorites
900 views