মৃন্ময় ৪ -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 11, 2013
অতঃপর, এক পৃথিবী অবাক বিস্ময় নিয়ে তোমার চলে যাওয়া দেখলাম! কি যেন বলতে চাচ্ছিলাম, বলতে পারছিলাম না। কিছু কিছু মুহূর্তে সুপ্ত বাক্যগুলো তীব্রগামী তীর হয়ে গলার কাছটায় এসে আঁটকে যায়;,বলা হয়না!
তাই অবশেষে, স্বস্তির কাধে অশ্রুপ্রলেপ দিতে, দীর্ঘশ্বাসটুকু গোপন ডাইরীটাতে স্বযত্নে তুলে রাখলাম। তার সাক্ষী হয়ে রইলো আমার মৌনতা, আরো কিছু পথের ধুলো। সাক্ষী রইলো জালে আঁটকা পড়া বছর পুরানো মাকড়শা!
কি যে ব্যথায় বুকের ভিতরটা ক্ষরায় ফাটে, কোন সে কারনে নদীর বুকে চর জাগে, তার সাক্ষী কেবল আমার অনুগত মাকড়শা; আর কিছু ডায়েরীর পুরানো পাতা!
আমার বিনাশকালে ডায়েরীটা খুলে দেখো। ৩৬ নাম্বার পাতার ভাঁজে কিছুটা নীলচে আবরণ। ৪১ নাম্বার পাতায়, দুই কৌটা অভিমান। আর শেষের পাতায়, আমার সমাপ্তি। এসবই আমার সঞ্চয়; কেবল তোমার জন্য।
মৃন্ময়, বলেছিলাম সেই বহুকাল আগে এক অলুক্ষনে রাতে, কুপির আলোয় জ্বলসে গিয়েছিল অবয়বের কিছুটা! ব্যাথা সেরেছে, ক্ষতস্থান এখনো দৃশ্যমান। ভয়ংকর দৃশ্যমান। বলেছিলাম আলো জ্বেলোনা, তুমি ভয় পাবে! আমি অন্ধকারেই না হয় রয়ে যাই!
আলোতে আমার খুব ভয়।

Add to favorites
1,493 views