মৃন্ময় ২ -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 4, 2013
হালকা একটা মৃদু গন্ধ পাশ কাটিয়ে গেলো! বড় চেনা চেনা গন্ধ! বুকের ভিতরটা কেমন মোচর দিয়ে উঠলো। ঠিক এমনি গন্ধে বহুকাল আগে মন উড়ে যেত অচীনপুরে। যতবার মৃন্ময় এর সাথে বেড়াতে যেতাম, তার গা এর গন্ধে মন কেমন উড়নচন্ডী হয়ে যেত। গায়ে গায়ে লেগে থাকতাম। মৃন্ময় হাসতো, যেন অবুঝ কোন মেয়ের পাগলামীতে বেশ মজা পাচ্ছে! আজ কত বছর, সেই গন্ধ খুঁজে খুঁজে একাকী মনে বিড়বিড় করে যাই! কেউ শুনেনা। প্রবল বর্ষণ শেষে মুঠো ভরে ভেজা মৃত্তিকা নাকের ডগায় মাখি, স্যাতস্যাতে আমিষ গন্ধে গা গুলিয়ে উঠে। কখনো আনমনে পথের পাশে পরে থাকা গাছের ঢাল ভাঙ্গি, কখনো পাতা ছিড়ে গন্ধ খুঁজি। বইয়ের মলাটে, ফুলের সুবাসে, পুরনো ধুলী জমা স্মৃতির পাতায়…. কতভাবে যে সে গন্ধ খুঁজি! কোথাও নেই মৃন্ময়ী গন্ধ।
এখনো মৃন্ময়কে ভেবে মনের আকাশে জমে উঠে মেদুর মেঘমালা।মাঝে মাঝে শেষ রাতে বৃষ্টির অপেক্ষায় তন্দ্রাচ্ছন্ন আঁখি মেলে নৈশব্দের সাথে হয় কথপোকথন। ক্লান্তিতে চোখের পাতায় বারুদ খসে পরে। তবু বহু বছরের নির্লিপ্ত আগ্নেয়গিরী বুকে অপেক্ষার প্রহর গুনি; যদি হঠাৎ কোন এক বিস্ফোড়নে আমার বুকের ব্যথা হয়ে উঠে অনবদ্য একটি কবিতা! মৃন্ময়কে ভেবে ভেবে, মৃত্তিকার সাথে কতবার যে মেঘবতীর হয়ে গেলো চোখাচোখি! কতবার যে টের পেয়েছি অস্থিমজ্জায় কেবল বিষাদের ঘ্রাণ। নির্ঘুম কত রাত বাতাসে তার গন্ধ খুঁজে খুঁজে মাকড়শার মত গুটি গুটি পায়ে হেটে বেড়িয়েছি মৌনতার রং ঝলসানো দেওয়ালে! আকাঙ্খা গায়ে মেখে আমার ঘুম কি করে হয়! কে গেলো পাশ কাটিয়ে!
বাতাসের দাপটে গন্ধটা এখনো নাকে লেগে আছে! হৃদপিন্ড চকিত ভয়স্পন্দিত, অনাগত ভবিতব্য শোকের আচ্ছন্নে, তবু একবার ভয়ার্ত নয়নে ফিরে তাকালাম। একি! মৃন্ময়!
সাদা কালো চুলে সেই আগের মতই কাঁধ বাকিয়ে চলেছে সন্মুখে। পাশে এক চশমা পরিহীতা কবির বনলতা সেন! আমি মুখ ফিরালাম। অসীম সাধনায় খুঁজে পাওয়া গুপ্তধনের মতই, মৃন্ময়ের এক রাশ গন্ধ গায়ে জড়িয়ে এগিয়ে যাচ্ছি আমার নিশ্চিত ঠিকানায়। আধো আলো, আধো আঁধার! জ্বানালায় ঝুলানো ফকফকে সাদা আবরণ, শুভ্র সফেদ বিছানার মিহি চাদর; আজ পাশাপাশি ঘুমুবো আমি আর মৃন্ময়ী গন্ধ! আজ কত রাত আমি ঘুমোই না।
http://drkevil.com/home/sritite-mrinmoy2/
ফেব্রুয়ারী ২৫, ২০১৪

Add to favorites
1,665 views