কিছু দুঃস্বপ্ন -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 10, 2012
কিছু দুঃস্বপ্ন আর কিছু বিনিদ্র রাত
কিছু অস্পষ্ট আশা; শুন্য দু’টি হাত!
অন্ধকারে পথ চলা, ফিরে ফিরে পিছে দেখা
অনিশ্চিত আধার কালো পথে
স্বপ্ন যেন কষ্টের তুলিতে আঁকা!
অস্থির এ মন, অস্থিরতা ভাবনায়
আঁধারের এই গহিন মহলে; খুঁজি আলোর পথ!
দয়াল রে ও দয়াল!
একটি বার বলনা আমায়
কোথায় গেলে শান্তি পাই!

Add to favorites
2,187 views